শিক্ষা ডেস্ক নিউজ।
নতুন বছরে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চাঁদপুর প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাথমিকে এ বছর থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। আমরা যেহেতু শিক্ষাক্রমে রূপান্তর ঘটাচ্ছি, তাই এসব শ্রেণির বইগুলো পরীক্ষামূলক সংস্করণ করছি।’
পাঠ্য বইয়ে ভুলভ্রান্তি কমে আসছে জানিয়ে তিনি বলেন, ‘অতীতে কিছু বইয়ে অনেক ভুল থাকলেও তা আমরা সংশোধন করে দিয়েছি। আশা করি এ বছর নতুন বইয়ে কোন ভুল থাকবে না। তারপরেও যদি ভুল থেকে যায়, তা সঙ্গে সঙ্গে সংশোধন করা হবে।’
অনুষ্ঠানে চাঁদপুরের আট উপজেলা প্রেসক্লাবের নেতাসহ চাঁদপুর প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষামন্ত্রী অসুস্থ্য সাংবাদিকদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল,সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন, রিয়াদ ফেরদৌস, এ এইচ এম আহসান উল্লাহ ও আল ইমরান শোভন।সূত্র কুমিল্লার কাগজ