আব্দুর রহমান সাঈফ।
UCC কুমিল্লা শাখার নতুন সেশনের ওরিয়েন্টেশন শুভ উদ্বোধন,আজ ৩ জানুয়ারী ২০২৩ ইং রোজঃ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষাথীদের জন্য UCC কুমিল্লা শাখা কর্তৃক একটি অনন্য ওরিয়েন্টেশন ক্লাস কুমিল্লা জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও UCC গ্রুপের চেয়ারম্যান লায়ন্স ডঃ এম.এ হালিম পাটোয়ারী (টিটো)।
উক্ত ক্লাসে এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছ শিক্ষিথীকে ভর্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়,স্বল্প সময়ে বিশাল সিলিবাসকে আয়ত্তে আনার কৌশল,আলোচনা পূর্বক ও শিক্ষা ক্ষেত্রে UCC এর অবদানের বিষয়ে বিভিন্ন বক্তারা আলোচনা করেন,শিক্ষাথীদের সফলতার পাশাপাশি সম্মানিত অভিভাবকদের করনীয় কী তাও আলোচনা করা হয়।
কোচিং সেন্টার শিক্ষক,শিক্ষাথী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক বিশ্ববিদ্যালয় তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ আসবে বলেও আলোচনা হয়,এছাড়াও শিক্ষা ক্ষেত্রে UCC এর ৩৭ বছরের দীর্ঘ অনবদ্য অবদানের কথা উঠে আসলে UCC এর চেয়ারম্যান ডাঃ এম এ হালিম পাটোয়ারী স্যারের বক্তব্যোর মধ্যে দিয়ে পরিক্ষা মানে অনুশীলন,অনুশীলন মানে সফলতা তাই কোচিং এর পাশাপাশি মডেল টেস্ট,স্পেশাল টেস্টের উত্তর চেয়ারম্যান গুরুত্ব আরোপ করেন।
সাধারণ জ্ঞানের সিনিয়র শিক্ষক গোলাম কিবরিয়া এর সঞ্চালনায় বক্তব্য রাখেন UCC কুমিল্লা শাখার পরিচালক শওকত ইকবাল খান,আরো বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞানের এর শিক্ষক আল-আমিন,পদার্থ বিজ্ঞান বিভাগের জুবায়ের হোসেন সহ অভিভাবক ইউসুফ আলী প্রমূখ।