জাতীয় নির্বাচনে থাকছে না সিসি ক্যামেরা

 

ডেস্ক নিউজ।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা জানিয়েছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সিসি ক্যামেরা ব্যবহার করবে না।

রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। ইভিএমের পর ভোটকেন্দ্রে এ প্রকল্প থেকেও সরে এলো ইসি। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা।সূত্র দেশ টিভি অনলাইন।

আরো পড়ুনঃ