তিতাসে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ মিছিল

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুব লীগের আয়োজনে ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল ৪ টায় তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশায় ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্য়ালয়ের সামনে থেকে বের হয়ে গৌরীপুর- হোমনা সড়ক প্রদক্ষিণ করে তিতাস থানা গেইট গিয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন যুবলীগের অস্থায়ী কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও কড়িকান্দি সদর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ,কড়িকান্দি সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম তারা, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামিম আহমেদ,জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সজিবুর রহমান,তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার,উপজেলা যুবলীগ নেতা ইয়াছিন খান সুমন, শাহপরান প্রধান, কুস্তিগীর রাসেল,সাদ্দাম হোসেন বেপারী,উপজেলা ছাত্রলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক জসিম সরকার, সাওন মাষ্টার,সাংগঠনিক সম্পাদক তানহার সরকার,কড়িকান্দি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান
কাইমুল,জগতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আজহার উদ্দিন মারুফ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমুসহ কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা যুবলীগের সকল ইউনিটের সর্বস্তরের নেতা-কর্মীরা।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটে।তারাই জঙ্গিদের লালন-পালন করে আসছে।তাই দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানান তারা।
 উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশব্যাপী পাঁচ শতাধিক জায়গায় সিরিজ বোমা হামলা করে। এরপর থেকে দিনটি সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
আরো পড়ুনঃ