শাস্তি পেতে পারেন মেসি

স্পোর্টস ডেস্ক নিউজ।

শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) নিয়ম ভাঙার কারণে তিনি এ শাস্তি পেতে পারেন।

কি করেছেন তিনি? ম্যাচ শেষে সংবাদমাধ্যমে কথা বলেননি।

লিগস কাপের শিরোপা জয়, ইউএস ওপেন কাপের ফাইনালে ওঠার মতো সাফল্যের পর মেজর লিগ সকারের অভিষেকটাও রাঙিয়েছেন মেসি। ওই ম্যাচেও পেয়েছেন জয়। সবমিলিয়ে মার্কিন ফুটবলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মেসি। তবে সেই আনন্দে কিছুটা ভাটা ফেলতে পারে এই নতুন খবর।

এমএলএস অভিষেকে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মেসি। সেখানেই এই লিগের একটি নিয়ম ভেঙে ফেলেছেন। যার ফলে তার ওপর নামতে পারে শাস্তির খড়গ।

সংবাদ মাধ্যমের খবর বলছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য তাকে ডাকা হলেও পাওয়া যায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য সব খেলোয়াড়কেই প্রস্তুত থাকতে হবে।

সংবাদমাধ্যম ইচ্ছে অনুযায়ী খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে পারবে। এমএলএসের মিডিয়া কমিটির সভাপতি ড্যান কোর্টমানচে ইন্টার মায়ামি কর্তৃপক্ষকে এ কথা জানানোর পরও মেসিকে সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।তথ্য সূত্র দেশ টিভি অনলাইন

আরো পড়ুনঃ