আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের নিয়ে ‘তথ্য অধিকার আইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা স্থানীয় সরকারের উপ পরিচালক (উপসচিব) মো. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, “কোন একটি প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ। সবার যেমন তথ্য জানার অধিকার রয়েছে, তেমনি তথ্য দেয়ার ক্ষেত্রে আমাদেরও জানতে হবে, গোপনীয় তথ্য দেয়ার ক্ষেত্রে আইন কি বলে। কারণ গোপনীয় তথ্য অনেক সময় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গোপনীয়তা নষ্ট করতে পারে।”