ডেস্ক নিউজ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে কুমিল্লার ১১টি আসন থেকে ৩০ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সবশেষ রবিবার রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তাদের কার্যালয় হতে নতুন ৮ জন নির্বাচনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কুমিল্লা-০১ (দাউদকান্দি-তিতাস) আসন থেকে জাতীয় পার্টির সাবেক এমপি মোঃ আমির হোসেন এবং কুমিল্লা-০৭ (চান্দিনা) আসন থেকে প্রয়াত এমপি আলী আশরাফ ভূইয়ার পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুনতাকিম আশরাফ।
এছাড়া তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত কুমিল্লা-০১ (দাউদকান্দি-তিতাস) থেকে ০২ জন; তারা হলেন – সাংস্কৃতিক মুক্তি জোটের জসিম ভুঁইয়া ও জাতীয় পার্টির আমির হোসেন।
এ পর্যন্ত সবচেয়ে মনোনয়ন পত্র সংগ্রহ হয়েছে কুমিল্লা-০২(মেঘনা-হোমনা) আসন থেকে ৭টি; তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের (মনোনীত) সেলিমা আহমাদ এবং বাংলাদেশ আওয়াম লীগের (স্বতন্ত্র) আবদুল মজিদ, স্বতন্ত্র এ কে এম সিদ্দিকুর রহমান আবুল, বাংলাদেশ আওয়ামী লীগের (স্বতন্ত্র) মোঃ শাহ আলম খন্দকার, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সিরাজুল টম সুডেন, বাংলাদেশ সুপ্রিম পার্টিও আবদুস সালাম, তৃণমূল বিএনপির মোঃ মাইনুদ্দিন।
কুমিল্লা -০৩ মুরাদনগর থেকে ০৩ জন, আওয়ামী লীগের স্বতন্ত্র জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগের (মনোনীত) ইউসুফ আবদুল্লাহ হারুন, তরিকত ফেডারেশনের মনিরুজ্জামান।
কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে ০৬ জন; তারা হলেন- আওয়ামী লীগের (স্বতন্ত্র) এম এ জাহের, গণফোরামের আলীমুল ইহসান, স্বতন্ত্র আবুল বাশার, স্বতন্ত্র এম এ জলিল ভুঁইয়া, শওকত মাহমুদ।
কুমিল্লা-০৬ (সদর) আসন থেকে এখনো কেউ কোন ফরম কিনে নি।
কুমিল্লা-০৭ (চান্দিনা) থেকে ০৫ জন; স্বতন্ত্র আবদুল হান্নান, স্বতন্ত্র মোঃ জাহাঙ্গীর, স্বতন্ত্র মোঃ সোহরাব উল্যাহ, বাংলাদেশ আওয়ামীলীগের (স্বতন্ত্র) মোঃ মুনতাকিম আশরাফ, বাংলাদেশ সুপ্রিম পার্টির সহিদুল্লাহ।
কুমিল্লা-০৮ (বরুড়া) থেকে ০৩ জন; বাংলাদেশ আওয়ামী লীগের (মনোনীত) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন, আওয়ামী লীগের (স্বতন্ত্র) মোঃ এনায়েত উল্যাহ, ইসালামি ঐক্যজোটের মোঃ মফিজুল ইসলাম।
কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ ) আসন থেকে ০২ জন; তারা হলেন- বাংলাদেশ তরিকত ফেডারেশনের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি,
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসন থেকে কেউ ফরম সংগ্রহ করেন নি।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে ০২ জন; বাংলাদেশ আওয়ামী লীগের (মনোনীত) মুজিবুল হক ও গণফোরামের আবদুর রহমান জাহাঙ্গীর।