কুমিল্লায় নগরীর তিন শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান দিলো কুমিল্লা জেলা প্রশাসন
নেকবর হোসেন।
কুমিল্লা জেলা প্রশাসন বিভিন্ন সরঞ্জামাদি কেনা জন্য নগরীর তিন শিক্ষা প্রতিষ্ঠানকে তিন লক্ষ টাকা অনুদান দেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা জেলা স্কুল এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়।
গতকাল (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তি ১২,১৩,১৪ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা জেলা স্কুল এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিক নির্দেশনামূলক কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজে ওয়াশরুমে টাইলস্ করা; কুমিল্লা জেলা স্কুলে লাইব্রেরি ও বিজ্ঞান ক্লাবের জন্য বই ক্রয়, বিতর্ক পরিষদ ও প্রজেক্ট ক্লাবের জন্য সরঞ্জামাদি ক্রয় ইত্যাদি এবং নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য বই ক্রয় ও খেলাধুলা সামগ্রী ক্রয়সহ অন্যান্য কাজের জন্য প্রতি স্কুলে ১ লক্ষ টাকা করে সর্বোমোট ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।