কুমিল্লায় বিকেএসপির আদলে স্পোর্টস একাডেমি হচ্ছ
পথিকৃত ডেস্ক।।
কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের নির্ধারিত স্থানকুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের নির্ধারিত স্থান।
আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে ‘কুমিল্লা স্পোর্টস একাডেমি’ স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ বিষয়টি নিশ্চিত করেন।
মো. আবু সাঈদ জানান, খেলার ভালো চর্চা ও শেখার সুযোগ পেলে কুমিল্লা থেকেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হতে পারে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কুমিল্লা স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এই একাডেমির মাধ্যমে কুমিল্লার ক্রীড়াঙ্গন অনেক সম্মৃদ্ধ হবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শুভপুরে গোমতী নদীর তীরে স্থাপিত হবে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমি। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।