তত্ত্বাবধায়ক সরকার বিষয় না, বিএনপি ক্ষমতায় আসলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে নতুবা নয়। বিএনপির গুন্ডারা মাঠে ময়দানে আর রাস্তা দখল করে ফেলবে আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে তা হবে না। কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি।
নিজস্ব প্রতিবেদক।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন-বিএনপি অনেক কথা বলে, তত্ত্বাবধায়ক সরকার বিষয় না,বিএনপিকে ক্ষমতায় আনতে হবে,আর বিএনপি যদি ক্ষমতায় না আসে তাহলে এটা সুষ্ঠু নির্বাচন হয়নি। বিএনপি ক্ষমতায় আসলেই সুষ্ঠু নির্বাচন হয়েছে নতুবা নয়। বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ, এই দেশটাকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে যেন ঘোলা পানিতে মাছ শিকার করা যায়।
এলজিআরডি মন্ত্রী বলেন তারা মনে করেন এভাবে আতংক শুরু করলে সাধারণ মানুষ ঘরে ঢুকে যাবে আর বিএনপির গুন্ডারা মাঠে ময়দানে আর রাস্তা দখল করে ফেলবে আর বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে।
আমি মনে করি সবাইকে দলমত নির্বিশেষে শেখ হাসিনার এই উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
শনিবার(২২ জুলাই ) সকালে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত নগরীর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্থানীয় সরকার এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত,জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার),আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোরসহ আরও অনেকে ।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ,স্থানীয় সরকার মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক মো: কামাল আহমেদ,লাকসাম পৌর মেয়র আবুল খায়ের, কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলরগণসদস্যসহ জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা।