কুমিল্লার তিতাস উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি মোঃ রিপন মিয়াকে (৪৮) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) রাত ১১ টায় উপজেলার শাহপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া মোঃ রিপন মিয়া তিতাস উপজেলার মন্তাজ বেপারীর ছেলে। তিনি ডাকাতি ও চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী বলে জানায় যৌথবাহিনী।
তাকে উপজেলার শাহপুরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও ২ রাউন্ড পিস্তল এ্যামোঃ উদ্ধার করা হয়। আটক হওয়া ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।