নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই,,সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি হবে – নির্বাচন কমিশনার

আবদুর রহমান সাইফ।

কে নির্বাচনে আসবে কি আসবে না এটা নির্বাচন কমিশনের দায়িত্ব না উল্লেখ করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন- নির্বাচনে আসা না আসা এটা দলীয় সিদ্ধান্ত। ৪৪টি দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। কেহ যদি না আসে, তাহলে নির্বাচন থেকে পিছিয়ে যাওয়া সুযোগ নেই। যথা সময়ে নির্বাচন না হয় সাংবিধাইনক শূণ্যতা সৃষ্টি হবে। নির্বাচন করা ছাড়ার কোন গতি নেই। সাংবিধানিক শূণ্যাতা সৃষ্টি হবে। উপায় থাকবে না।

আজ বুধবার কুমিল্লা সার্কিট হাউজে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ উপল‌ক্ষে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া তিন জেলা প্রশাসক ও রিটার্নিং অ‌ফিসার , পুলিশ সুপার ,সহকা‌রি রিটা‌নিং অ‌ফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সং‌শ্লিষ্ট‌দের সা‌থে  মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

তিনি বলেন-বিএনপিসহ অন্য বিরোধী দলগুলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলে পুনঃ তফসিল দেওয়ার কথা বিবেচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে বিএনপিকে ফরমালি (আনুষ্ঠানিকভাবে) ভোটে আসার কথা জানাতে হবে।

সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। আজ ৭মঅবরোধে প্রথম দিন।

বর্তমান পরিস্থিতির বিষয়ে আনিছুর রহমান বলেন,েএমন কোন অস্বাভাবিক পরিস্থিতি নেই।দেখা যাক পরিস্থিতি কোথায় যায় আমরা তা পযর্বেক্ষণ করছি।

 আনিছুর রহমান বলেন-সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্যই কাজ করছে নির্বাচন কমিশন।সেটা থেকে পিচ পা হবো না। আর তার জন্যই ও রিটার্নিং অ‌ফিসার , পুলিশ সুপার ,সহকা‌রি রিটা‌নিং অ‌ফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সং‌শ্লিষ্ট‌দের সা‌থে  মতবিনিময় সভা। কোন মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।

আনিছুর রহমান বলেন, ভোট কত পার্সেন্ট ভোটার ভোট দিলো, সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো ভোট হয়েছে তার ভিত্তিতেই ফলাফল হবে। যিনি সর্বোচ্চ ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন।

 এসময় কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু, মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক  মো: শাহগীর আলম, চাদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো: শাখাওয়াৎ হোসেন , চাদঁপুর জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ