পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকা- আর ঘটেনি।

ডেস্ক নিউজ।

জাতীয় শোক দিবস উপলক্ষে দেশব্যাপী আবৃত্তি অনুষ্ঠানের অংশ হিসেবে কুমিল্লায় ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য, পিতা’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় আহবায়ক জয়ন্ত চট্টোপাধ্যায়।

বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের কেন্দ্রীয় সদস্য বিশিষ্ট আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য তো কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, আবৃত্তি শিল্পী জয়ন্ত রায়, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

উপস্থাপনা করেন আবৃত্তি শিল্পী মাহতাব সোহেল। অডিও কলে যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক আবৃত্তি শিল্পী আবু নাসের মানিক।

বক্তারা বলেন, ১৯৭৫-এর ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে হত্যা করা হয়েছে -পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকা- আর ঘটেনি। যে মানুষটি দেশের জন্য এতো আত্মত্যাগ করলেন, তাকেই সপরিবারে হত্যা করা হলো। ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার দুই কন্যা।

শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজ করছেন, তিনি রুপরেখা দিয়েছেন, ২০৪১এর স্মার্ট বাংলাদেশ গঠনের। আমরা সোনার বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করবো।

আয়োজকগণ জানান, শিল্প প্রচলিত অস্ত্রের চেয়ে বেশি শানিত ও তীক্ষ্ণ। বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই আয়োজন। দেশব্যাপী আবৃত্তি অনুষ্ঠানের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, ঘাতকদের প্রতি ঘৃণা প্রকাশ করছি।তথ্য সূত্র কুমিল্লার কাগজ

আরো পড়ুনঃ