প্রবাসে বেশিরভাগ যুবক হৃদরোগে মারা যাচ্ছেন, তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন মানসিক চাপ, চিন্তা, (টেনশন)।
প্রবাসে বেশিরভাগ যুবক হৃদরোগে মারা যাচ্ছেন, তার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন মানসিক চাপ, চিন্তা, (টেনশন)।
এম এ সালাম।।
প্রবাসে বাংলাদেশি কর্মীদের বেশিরভাগই হৃদরোগ-স্ট্রোকে মারা যাচ্ছেন।
সরকারি হিসাবে গেল বছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী কর্মী মারা গেছে ৩৮০০ জন।
যদিও এ হিসাব দেশে ফেরত আসা বৈধ কর্মীর লাশের হিসাব মাত্র।
এই হার আগের বছরগুলোর তুলনায় ১২ শতাংশ বেশি। অনুসন্ধানে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রেই এসব কর্মীর মৃত্যুর কারণ স্ট্রোক ও হৃদরোগ।
এদের অধিকাংশেরই বয়স ২৫-৩৫ বছরের মধ্যে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশ গমনের খরচ বা অভিবাসন ব্যয়ের তুলনায় কম আয়ের কারণে মানসিক চাপ ও দীর্ঘদিন স্বজনদের থেকে বিচ্ছিন্ন থাকার ফলে একাকিত্বই প্রবাসী কর্মীদের স্ট্রোক ও হৃদরোগের প্রধান কারণ।