স্পোর্টস ডেস্ক নিউজ।
এক ম্যাচ না খেলেই দেশে ফিরছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চোট পাওয়ায় ঢাকায় ফিরতে হচ্ছে টাইগার অধিনায়ককে। এদিকে নিজেদের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশ দল দিল্লি থেকে পুনে রওয়ানা হয়েছে। দলের সঙ্গে পুনে না গিয়ে আজই দেশে ফিরছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় বাম হাতের তর্জনীতে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ফ্র্যাকচার নিশ্চিত হওয়া যায় ম্যাচ শেষে এক্স-রে করা হলে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে শেষ ম্যাচটি খেলবেন না সাকিব।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিবের ইনিংসের শুরুতে তার বাম হাতের তর্জনীতে আঘাত লেগেছিল। এরপর তৎক্ষণাৎ টেপিং করে এবং ব্যথানাশক নিয়ে ব্যাটিং চালিয়ে যান। চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।
চোটে পড়ায় আগামী ২৮ নভেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিব আল হাসানের খেলা নিয়ে।তথ্য সূত্র দেশ টিভির অনলাইন