শান্ত-মিরাজের সেঞ্চুরিতে রান পাহাড় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক নিউজ।

সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও শান্ত
এশিয়া কাপে টিকে থাকার লড়াই বাংলাদেশের। আফগানদের বিপক্ষে ম্যাচটা তাই বাঁচা-মরার লড়াই টাইগারদের সামনে। এমন সমীকরণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়ে ভুল করেননি অধিনায়ক সাকিব আল হাসান। শান্ত-মিরাজের সেঞ্চুরিতে নির্দিষ্ট ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এদিন তানজিদ হাসান তামিমের বদলে নাঈম শেখের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই দ্রুত রান তোলার চেষ্টায় থাকেন নাঈম শেখ। যদিও সাজঘরে ফিরতে হয় ৪টি চারে ২৮ (৩২) রান করে মুজিব উর রহমানের বলে বোল্ড হয়ে।

নাঈমের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই তাওহীদ হৃদয়কে সাজঘরে ফেরান গুলবাদিন নাঈব। এরপর ওপেনার মিরাজ আর চার নম্বরে খেলতে নামা শান্ত খেলেছেন বেশ বুঝেশুনে। তাই তো সফলতাও পেয়েছেন দুজনে।

আপতকালীন ওপেনার হিসেবে নেমে মিরাজ খেলেছেন শত রানের ইনিংস। ৬৫ বলে পঞ্চাশ পূর্ণ করে মিরাজ ইনিংসকে টেনে নিয়েছেন তিন অংকের রানের ঘরে। ৬টি চার ও ২ ছক্কায় ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করা মিরাজকে বিশ্রামে যেতে হয় ১১৯ বলে ৭টি চার ও ৩ ছক্কায় ১১২ রান করে।

মিরাজের সঙ্গে ১৯৪ রানের জুটি বেঁধে শান্তও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। তবে রান নিতে গিয়ে উইকেটের ওপর পড়ে গেলে রান আউট হতে হয় শান্তকে। তার আগে ৯টি চার ও ২টি ছক্কায় শান্ত খেলেন ১০৫ বলে ১০৪ রানের ইনিংস।

এছাড়া মুশফিকুর রহিম রান আউট হওয়ার আগে খেলেছেন ১৫ বলে ২৫ রানের ইনিংস। অভিষিক্ত শামিম পাটোয়ারি ব্যাটে আসে ৬ বলে ১ ছক্কায় ১১ রান। তবে সাকিব আল হাসান খেলেছেন ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩২ (১৮) রানের ইনিংস।

আফগানিস্তানের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও গুলবাদিন নাঈব।তথ্য সূত্র দেশ টিভি অনলাইন

আরো পড়ুনঃ