শেষদিনে মনোনয়নপপত্র জমা দিলেন বিএনপির দুই প্রার্থী

 

স্টাফ রিপোর্টার।।

শেষ দিনে এসে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপির) থেকে সাবেক নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (১৭)মে সকাল ১১টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টান শাহেদুন্নবী চৌধুরী কাছে
সাক্কুর পক্ষে নির্বাচন কমিশনার মনোনয়নপত্র জমা দিয়েছেন তার ভাই অ্যাড.কায়মুল হক রিংকু।

এসময় অ্যাড. কায়মুল হক রিংকু বলেন, একজন সাক্কু তৈরী হতে ৫০ বছর লাগবে। আমরা মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে থাকবো।এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরাই জয়ী হবো।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল, সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, অ্যাড. কামরুল হায়েত খান, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক তারেক আব্দুলাহ, সাবেক সাম্পাদক অ্যাড. শহিদুল্লাহ, সাবেক সারাধান সম্পাদক গোলাম মোস্তফাসহ প্রমুখ।

এদিকে দুপুর ১টায় মঙ্গলবার (১৭)মে সকাল ১টায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রির্টান শাহেদুন্নবী চৌধুরী কাছে সেচ্ছাসেবকদলের সভাপতি নিজাম উদ্দিন কায়উছার, জেলা কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে অ্যাড.সাখাওয়াত হোসেন মিঠু সহ নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

পরে সাংবাদিকদের বলে নিজাম উদ্দিন কায়উছার বলেন, মনিরুল হক সাক্কু হলেন কৌশলগত আ,লীগের মনোনয়ন প্রার্থী। আমি জাতীয়তাবাদ দল বিএনপির নেতাকর্মীদের মনোনীত প্রার্থী,কুমিল্লা মানুষে ভালোবাসা নিয়ে আমি নির্বাচন করছি। আশা করি আমি এ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করবো।

উল্লেখ এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী স্বতন্ত্র মো রাশেদুল ইসলাম,সতন্ত্র প্রার্থী কামরুল আসহান বাবুল।

আরো পড়ুনঃ