সাউথ বাংলা ব্যাংক” এর নতুন চেয়ারম্যান হলেন বরুড়ার কৃতি সন্তান এজেডএম শফিউদ্দিন শামীম

সুজন আহমেদ।

চতুর্থ প্রজন্মের ব্যাংক “সাউথ বাংলা ব্যাংক” এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এসকিউ গ্রুপ ও এসকিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম।

বৃহস্পতিবার এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হন। এজেডএম শফিউদ্দিন শামীম ব্যাংকটির প্রতিষ্ঠালগ্ন থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী একজন পরিচালক এক বছরের বেশি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে এসবিএসি ব্যাংক পর্ষদ। তবে পর্ষদ চাইলে যেকোনো চেয়ারম্যানের মেয়াদ দুই বছর পর্যন্ত বর্ধিত করতে পারবে। সভায় পরবর্তী আট মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান পদে কারা কারা দায়িত্ব পালন করবেন, সে বিষয়েও একটি তালিকা অনুমোদন করা হয়েছে।

এসবিএসি ব্যাংকের পর্ষদ সূত্র জানায়, অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির ফলে এসবিএসি ব্যাংকের ভিত দুর্বল হয়ে পড়েছে। এজন্য ব্যাংকটির প্রতিটি বিভাগ পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা। চেয়ারম্যান পদে একই ব্যক্তি যাতে চিরস্থায়ী বন্দোবস্ত না পেয়ে যান, তার জন্য প্রতি চেয়ারম্যানের মেয়াদ শেষে নতুন কাউকে এ পদে চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবদুল কাদির মোল্লার মেয়াদ শেষ হওয়ার পর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন এজেডএম শফিউদ্দিন (শামীম)। এরপর ধারাবাহিকভাবে চেয়ারম্যান হবেন ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, বেগম সুফিয়া আমজাদ, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ নেওয়াজ, আনোয়ার হোসেন ও হাফিজুর রহমান বাবু। তারা প্রত্যেকে এসবিএসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

আরো পড়ুনঃ