কুমিল্লার কৃতি সন্তান সুপ্রিমকোর্ট বাররে সভাপতি নির্বাচিত হলেন এড. আবদুল মতিন খসরু এমপি।
পথিকৃত ডেস্ক।।
বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি।
শুক্রবার বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নির্বাচন শেষে তিনি বারের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এড. আবদুল মতিন খসরু বারের সভাপতি নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবদুল আলিম।