কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।
পথিকৃত ডেস্ক।।
করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব, এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার।
জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত, পুলিশ সুপার ফারুক আহমেদ, রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রীপাপড়ি বসু।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।