কুমিল্লায় করোনা শনাক্ত ৪৩জনের।
নেকবর হোসেন।।
গতকাল ৩১মার্চ কুমিল্লা জেলায় নতুন করে আরও৪৩জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৫ জনে।
আজকের রিপোর্টে একজন মৃত্যু দেখানো হয়েনি।ফলে মৃত্যুর সংখ্যা ২৮৮জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৪জন,বরুড়া ০২ জন,চৌদ্দগ্রাম ০৬জন, লাকসাম ০৪ জন,বুড়িচং ০৩ জন,আর্দশ সদর ০২ জন,মেঘনা০১ জন,সদর দক্ষিণ ০১ জন,চান্দিনা ০১ জন,মনোহরগন্জ ০১ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ১০দেখানো হয়ছি। কুমিল্লা সিটি ১০জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৪০জন করোনা রোগী।
গতকাল ৩১মার্চ বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৫৭হাজার ৫০০জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৫৬ হাজার ৮৮৬জনের। এর মধ্যে ৯ হাজার ৮৩৫জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।