রুবেল মজুমদার।
কুমিল্লায় চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুয়েত প্রবাসী হারুনের মেয়ে কলেজ ছাত্রী সায়মুনা আক্তার (২০), আবদুল হাকিমের ছেলে রুহুল আমিন (৬৫) ও তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫)।
তাদের সবার বাড়ি মনোহরগঞ্জের সাইকচাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জের নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহমেদ।
জানা যায়, ঢাকা অভিমুখী একুশে পরিবহন ও হিমাচল এক্সপ্রেস বাস একটি অপরটিকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে চলছিল। এক পর্যায়ে একুশে পরিবহনের বাসটি পাশ কেটে সামনে যাওয়ার সময় রাস্তার একপাশে থাকা অটোরিকশাকে চাপ দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত হন অটোরিকশা চালক খোকন (৪০)। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাফর আহমেদ জানান, আমরা ঘাতক বাসটি হেফাজতে নিয়েছি। বাসটির চালক ও হেলফার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।