কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলায় কাউন্সিলর হাসান কারাগারে।।

কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলায় কাউন্সিলর হাসান কারাগারে।

নেকবর হোসেন।।

কুমিল্লার চাঞ্চল্যকর যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে গোলাম জিলানী হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর মো.আবুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আতাবুল্ল¬হ তার জামিন নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, আদালত হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সূত্রমতে,আবুল হাসান একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন। আবুল হাসান ছাড়াও হত্যা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের আরও দুই কাউন্সিলর আবদুস সাত্তার ও আলমগীর হোসেন কারাগারে রয়েছেন।

উল্লেখ্য-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ১১ নভেম্বর নগরীর চৌয়ারা এলাকায় যুবলীগ কর্মী জিলানীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। ঘটনার পরদিন তাঁর ভাই ইমরান হোসেন চৌধুরী সদর দক্ষিণ থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুনঃ