কুমিল্লায় শিশু পরিবারে আলোচনা সভা, পুষ্টিকর ফল বিতরন ও দোয়া মুনাজাত
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার সংরাইশ শিশু পরিবারের কয়েকজন সদস্য করোনায় আক্রান্ত। প্রস্তাবিত সেলিনা-শফিউদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের মাঝে পুষ্টিকর ফল বিতরন ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সংরাইশ শিশু পরিবারে প্রস্তাবিত সেলিনা-শফিউদ্দিন ফাউন্ডেশনের পক্ষে শিশুদের হাতে পুষ্টিকর ফল তুলে দেন, দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি ও শিশু পরিবার পরিচালনা কমিটির সদস্য মোঃ সাইফ উদ্দিন রনী।
এসময় শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনিসহ শিশু পরিবারের শিক্ষক ও নিবাসীবৃন্দ উপস্থিত ছিলেন পরে কুমিল্লার সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে মৃত্যুবরনকারীদের আত্মার মাগফেরাত কামনা, শিশু পরিবারের সদস্য ও শুভাকাঙ্খিদের সুস্থ্যতা কামনায় দোয়া মুনাজাত করা হয়।