কুমিল্লা নগরীতে মাস্ক নিয়ে সড়ক ও শপিংমলে পুলিশ।
নেকবর হোসেন।।
কুমিল্লা জেলা পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং মানুষের মাঝে মাস্কের ব্যবহার বাড়াতে ফের মাঠে নেমেছে । ‘মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ ‘মাস্ক কুমিল্লা’ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশের অভিযান, মাস্ক পরায় জনসচেতনতা তৈরি এবং মাস্ক বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের বিভিন্ন সড়ক ও শপিংমলে মাস্ক পরিধানে জনসচেতনতা তৈরি ও মাস্ক বিতরণের এই কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর নেতৃত্ব দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিম। কার্যক্রমে এসময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ, আফজাল হোসেন, সদর সার্কেল মোঃ সোহান সরকার ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার তদন্ত কর্মকর্তা অমল কৃষ্ণ ধরসহ অন্যান্যরা।
জনসচেতনতা ও মাস্ক বিতরণের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিম বলেন, নগরীর কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক, সাত্তার খান শপিং কমপ্রেক্স, খন্দকার শপিং কমপ্লেক্স অন্যান্য শপিং মহলে মাস্ক পরতে গনসচেতনতা তৈরি করতে অভিযান ও মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লক্ষাধিক মাস্ক বিতরণ করা হয়।