স্মার্ট ফোন ব্যবহার করতে করতে হুট করে বিরক্ত অনুভব হওয়ার অন্যতম কারণ হলো বিজ্ঞাপন। এটা হতে পারে কোনো কোম্পানির, হতে পারে অনলাইন সেবার। হতে পারে কোনো খাবারদাবারের। এগুলো আসার পর বিরক্ত হয়ে যাওয়াই স্বাভাবিক।
এসব বিজ্ঞাপন বন্ধ করার কোনো উপায় কি নেই? আপনি কি জানেন বিভিন্ন কোম্পানির ফোনে ভিন্ন ভিন্নভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করার উপায় রয়েছে। ফোনে থাকা সেটিংস অথবা কিছু অ্যাপসের মাধ্যমে সেই সেটিংসগুলো কার্যকর করলেই বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব।
অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে বিজ্ঞাপন বন্ধ করার জন্য সাধারণ কিছু নিয়ম রয়েছে-
প্রথমে আপনাকে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। সেখানে গিয়ে ‘গুগল’ অপশনকে খুঁজে বের করতে হবে। সেখানে ঢোকার পরে শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করলে ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন আসবে, সেটি অন করবেন।
এবার ‘ইউর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করতে হবে। রিসেট করার পর আপনার ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি পাবেন।
এ ছাড়াও ফোনের ব্রাউজার অ্যাপ থেকেও এসব বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এ জন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকবেন। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’ ওয়েবসাইটে ঢুকবেন। সেখানে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।
সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’। এই ‘অন’টাকে ‘অফ’ করে দেবেন। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘কুকিজ’এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে।