মেসার্স রুপালী ট্রেডার্স এর পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
সাইফুল ইসলাম সুমন।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এবং বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায়, মেসার্স রুপালী ট্রেডার্স এর পক্ষ থেকে দশটি অক্সিজেন সিলিন্ডার জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর নিকট অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড এর পরিবেশক,মেসার্স রুপালী ট্রেডার্স এর সত্ত্বাধিকারী নিজাম উদ্দিন আহমেদ। তিনি আরো বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক – সার্বিক মোঃ শাহাদাৎ হোসেন, এডিএম মোঃ শহিদুল আরেফিন ও সাপ্তাহিক পথিকৃত কুমিল্লা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মান্নান কবির ভুইঁয়া।