নিজস্ব প্রতিবেদক।
দীর্ঘ ১৮ বছর পর কুমিল্লায় শুরু হতে চলেছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটি ঘিরে কুমিল্লার ক্রিকেটপ্রেমীদের মাঝে সাজ সাজ রব।
আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হবে মাঠের খেলা।
এর আগে টুর্নামেন্ট সংক্রান্ত নানা বিষয়ে তথ্য জানাতে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। এতে অংশগ্রহণ করবে কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার খেলোয়াড়রা। বৃহত্তর কুমিল্লার দলগুলোর হয়ে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও অংশ নেবেন। দিনব্যাপী চলবে টুর্নামেন্ট। কুমিল্লার মানুষ বিনামূল্যে খেলাটি উপভোগ করতে পারবেন।
হাজী ইয়াছিন যোগ করেন, ‘গত ১৮ বছর জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। আমরা যারা বিএনপি করতাম তারা স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে স্টেডিয়ামে প্রবেশ করতে পারিনি। তবে, আমরা তাদের মত আচরণ করব না।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা।