স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, ভারত থেকে উপহার হিসেবে পাওয়া করোনার টিকা এই মাসেই প্রয়োগ করা হতে পারে। তিনি জানান, আগামীকাল বিশেষ বিমানে এই টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।
ডিজি বলেন, ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা ইপিআই (সম্প্রসারিত টিকাদান কেন্দ্র)-এর সংরক্ষণাগারে রাখা হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এই মাসেই প্রয়োগ করা হবে। অথবা সিরাম ইনিস্টিটের কাছ থেকে কেনা ৫০ লাখ ডোজের প্রথম চালানের সঙ্গেও প্রয়োগ করা হতে পারে।