কুমিল্লা হোমনার আবদুল করিম হত্যা মামলায় দুইজনের ফাসিঁ মৃত্যুদন্ড

 

নিজস্ব প্রতিবেদক।

কুমিল্লার হোমনার ২০১০ সালে আবদুল করিম হত্যা মামলায় আসামী মজনু ও কবিরসহ দুই জনের ফাসিঁ সহ২০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দেন আদালত।
বুধবার (১৪জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। এ মামলায় দন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ মজনু মিয়া ও কবির মিয়া দুজনের বাড়ি কুমিল্লা হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে।
কুমিল্লার আদালতের এপিপি এড. সেলিম মিয়া মামলার বিবরণে জানায়- ২০১০ সালের ২৮জুলাই বিকেল বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিম(৩৫)কে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে।৪দিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালূর মাঠের পশ্চিমে তিতাস নদীতে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ৬জন নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন।ওই মামলায় রাষ্ট্রপক্ষ ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে যুক্তিতর্ক শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। আদালত দুই আসামীকে মৃত্যুদন্ডসহ ২০হাজারটাকা অর্থদন্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এড. সেলিম মিয়া

আরো পড়ুনঃ