কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচন ৭ অক্টোবর

কুমিল্লা-৭ আসনে উপ-নির্বাচন ৭ অক্টোবর

নেকবর হোসেন।।

কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের উপ-নির্বাচন আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর সোমবার। মনোনয়পত্র যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর রোববার। ২০ সেপ্টেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ মারা যান। তিনি মারা যাওয়ায় ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরো পড়ুনঃ