পিস্তল ভ‌র্তি ব্যাগটি কার, কেউ জানে না!

মঈন নাসের খাঁন রাফি। 

সাগরিকা পরিবহনের একটি বাস সিলেট হতে ছেড়ে আসে নোয়াখালীর উদ্দ্যেশ্যে। মহাসড়কে নিয়‌মিত তল্লাশী করাকালে ল্যাকেজ ক্যারিয়ারের (তাকের) ওপর থাকা একটি কালো ব্যাগে চোখ আটকায় হাইও‌য়ে পুলিশ সদস্যদের।ওই ব‌্যাগ থে‌কে সা‌ড়ে ৭ইঞ্চির একট বি‌দেশী পিস্তল মি‌লে।পরে একে একে বাসের সকল যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলেও কেউই এই ব্যাগের মালিক দাবী করেনা। পরে ব্যাগটি খুলে পাওয়া গেছে বিদেশি একটি পিস্তল।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই মোঃ মোস্তফা কামাল জানান ফোর্সসহ ডিউটি করাকালে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে চেকপোষ্ট করাকালে সাগরিকা পরিবহনের সিলেট হতে ছেড়ে আসা বাস রেজিঃ নং ঢাকা-মেট্রো-ব-১৪-৫১৩৮ তল্লাশী করাকালে বাসের ডান দিক থেকে ০৫ নং খালি সিট বরাবর সোজা ল্যাকেজ ক্যারিয়ারের (তাকের) উপর একটি কালো রংয়ের হাত ব্যাগ দেখতে পেয়ে বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ করলে ব্যাগটি কারও বলে স্বীকার না করায় ব্যাগটি স্বাক্ষীসহ বাসের যাত্রীদের সামনে তল্লাশী করে ভিতরে একটি লোহার তৈরী ম্যাগাজিন সহ পিস্তল যাহার গায়ে ইংরেজিতে PEJRO & BRATTA MADE IN ITALY. AUTO METIC PLSTEL 7.25 MM 9 ROUND. ONLY PUBLIC SUPPLY লেখা ও লম্বা ০৭.৫০ (সাড়ে সাত ইঞ্চি) মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবারের ঘটনাটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাঙ্গলকোট এলাকার নোয়াখালীগামী লেনে। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন, হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

পু‌লিশ সুপার রহমত উল্লাহ জানান, পিস্তলের সঙ্গে ম্যাগাজিনও জব্দ করা হয়েছে। ধারণা করছি একটি চক্র পিস্তলটি অবৈধভাবে এক স্থান থেকে অন্য স্থানে নেয়ার জন্যই এই পদ্ধতি ব্যবহার করেছিলো। হাইওয়ে পুলিশ মহাসড়কে নিয়মিত অভিযান করায় তারা অভিনব পদ্ধতি অবলম্বন ক‌রে । এব‌্যাপা‌রে এক‌টি মামলা প্রক্রিয়ার্ধীন র‌য়ে‌ছে।

আরো পড়ুনঃ