ডেস্ক নিউজ।
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।
বৃহস্পতিবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
গত ১৬ জুলাই নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে যাওয়া ১২টি দল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) এই দুটি দল ইসির পরবর্তী ধাপের বাছাইয়ের জন্য টিকে। আর প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া অন্য ১০টি দলই বাদ পড়েছে নিবন্ধন পাওয়ার দৌড়ে।
নিবন্ধন পাওয়ার দৌড়ে বাদ পড়া দলগুলো হলো— এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি), বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি (বিএইচপি), গণ-অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ সনাতন পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি), ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি)।
উল্লেখ্য, ২০০৮ সালে সেনাসমর্থিত শাসন আমলে শামসুল হুদা কমিশন নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু করে। বর্তমানে নতুন দুটি দলসহ দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়াল ৪৪।সূত্র দেশ টিভি অনলাইন