কুমিল্লা বারের সাবেক সা.সম্পাদক এড. মাহবুবুর রহমানের বড় ভাই মিজানুর রহমানের দাফন সম্পন্ন
মাঈনুল হক স্বপন।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ও বাংলাদেশ ঔষদ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান এর বড় ভাই, রাজবাড়ী কম্পাউন্ডের মোঃ তামিম (জেলা চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন খেলোয়াড়) এর বাবা মোঃ মিজানুর রহমানের ১ম নামাজে জানাজা রবিবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লা নগরীর রাজবাড়ী কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়।
মরহুমের নামাজে জানাজায় সংক্ষিপ্ত আলোচনা করেন বাংলাদেশ ঔষদ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কাজী আবুল বাশার, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল প্রমুখ।
মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা বাদ যোহর বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নিজ গ্রাম ভয়ারপাড় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
মোঃ মিজানুর রহমান (৬৯) শনিবার দুপুর সাড়ে ৩টায় ঢাকা ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ ভাই, ৫ বোন সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।