কুমিল্লা গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ৮ জন আটক
স্টাফ রিপোর্টার।
কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে অদ্য ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টায় কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিনের নেতৃত্বে ধর্মপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ৮ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সদরের মৃত, কামালের ছেলে মো: আলম (৪৪), দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের মৃত মোকলেসের ছেলে মোঃ রেজাউল (২৫), সদরের সুজানগরের মৃত কফির উদ্দিনের ছেলে মোঃ ইমাম হোসেন (৫৪) , সদরের মৃত. হাজী আকরাম আলির ছেলে সাহাব উদ্দিন (৩৭, বাঙ্গরা বাজার এলাকার মৃত. আবু জাহেরের ছেলে মোঃ সোহেল (২২), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগন্জ উপজেলার দাদনচর গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ টুটুল (৪০), কুমিল্লার নাঙ্গলকোটের মো: মিরাজের ছেলে মোঃ রুবেল (২৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবকিয়া গ্রামের আবুল কালামের ছেলে মোঃ ইমরান (২৫) ।
উপজেলা নির্বাহী অফিসার আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে কুমিল্লা পন্যাগার পরিদর্শক বজলাল চাকমা, মাববুল আলম ভূঁইয়া, এস আই তমাল মজুমদারসহ বিভাগীয় অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।