কুমিল্লায় জবাবদিহিতা দর্পন এর উদ্বোধন।
পথিকৃত ডেস্ক।।
আজ ১৫ই মার্চ সকালে কুমিল্লা পুলিশ লাইন গেইটে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক পুলিশিং সেবা নিশ্চিত করার অংশ হিসাবে, জবাবদিহিতা দর্পণ এর উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম -বার। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,হালিমা টেলিকম এর সহযোগিতায়, কুমিল্লা জেলা পুলিশের প্রতিদিনের কার্যক্রম এই ডিসপ্লে তে প্রদর্শনী করা হবে।এছারা যে পুলিশ বাহিনীর বিভিন্ন তথ্য এ ডিসপ্লে তে প্রদর্শন করা হবে। বিভিন্ন ধরনের প্রচারনা,জনগনকে সতর্কীকরন ভিডিও ও প্রদর্শন করা হবে।এতে করে সাধারণ জনগন খুব সহজেই জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে ধারনা নিতে পারবে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী,অতিরিক্ত পুলিশ
সুপার(হেডকোয়াটার)নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সজিব খান সহ পুলিশের উর্দ্বোতন কর্মকর্তাগন এবং হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর উপস্থিত ছিলেন।উদ্বোধন শেষে পুলিশ লাইন মসজিদের ইমাম দোয়া ও মোনাজাত করেন।এরপর সকল পুলিশ সদস্যদের নিয়ে ডিসপ্লের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম -বার।